বিশেষ প্রতিবেদন,কলকাতা : জীবনযুদ্ধে হার মেনে নিলেন অভিনেতা মনু মুখোপাধ্যায়ও। রবিবার সকাল দশটা নাগাদ কলকাতায় প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। কিছুদিন ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শেষ কয়েক বছর অসুস্থ ছিলেন। অভিনয় করতে পারতেন না। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জন্ম ১৯৩০ সালে কলকাতার টালায়। ভালো নাম ছিল সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু মনু নামেই পরিচিতি ছিল সিনেমা ও নাটক জগতে। মঞ্চ থেকে রুপোলি পর্দা, সব ক্ষেত্রেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে দাপট দেখিয়েছেন তিনি। ১৯৫৭ সালে বিশ্বরূপা থিয়েটারে যোগ দেন প্রম্পটার হিসেবে। তার পর ‘ক্ষুধা’ নাটকে অভিনয়ের সুযোগ পান। ওই নাটকে ছিলেন বিখ্যাত অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ও। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রথম অভিনয় করেন মৃণাল সেনের পরিচালনায় ‘নীল আকাশের নীচে’ সিনেমায়। তার পর একে একে সত্যজিৎ রায়, রোল্যান্ড জফের মতো বিখ্যাত পরিচালকের সিনেমাও অভিনয় করেন।
সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় মছলিবাবা চরিত্রে তাঁর অবিস্মরণীয় অভিনয় কেউই ভুলতে পারবেন না। টেলিভিশনে বহু ধারাবাহিকের পাশাপাশি রেডিও–তেও অনেক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে রয়েছে গণদেবতা, মৃগয়া, অশনি সঙ্কেত, শ্বেত পাথরের থালা, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত ইত্যাদি। ২০১৫ সালে টেলি সম্মান অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান।