বিশেষ সংবাদদাতা,কলকাতা:আরও দুটি স্টেন্ট বসল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে। বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্ট হয় সৌরভের। এর আগে তাঁর অ্যাঞ্জিগ্রামও করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সৌরভকে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টের পর সৌরভের অবস্থা স্থিতিশীল। এদিন সন্ধ্যায় সৌরভকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া–সহ আরও অনেকেই।
আচমকাই বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। এর পরই তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সেদিনই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, দুপুরেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। করা হয় ইকো কার্ডিওগ্রাম, ইসিজি এবং রক্তেরও বেশ কিছু পরীক্ষা। সব রিপোর্টই ইতিবাচক। তবে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবারই তাঁর বুকে স্টেন্ট বসানো হবে। এর পর বৃহস্পতিবার সেই স্টেন্ট বসানো হয়। ডা. দেবী শেঠী, কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা, চিকিৎসক সপ্তর্ষি বসু, আফতাব খান এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যাঞ্জিওপ্লাস্ট করে মহারাজের বুকে স্টেন্ট বসানো হয়। সৌরভকে ড্রাগ ইলিউটিং স্টেন্ট দেওয়া হয়েছে। স্টেন্ট বসানোর আগে সৌরভের শরীরে সেডেটিভ দেওয়ার জন্য তিনি বেশ কিছুক্ষণ আচ্ছন্ন ছিলেন। তবে পরে তিনি স্বাভাবিক অবস্থায় চলে আসেন।
বৃহস্পতিবার বিকেলে দেবী শেঠি স্পষ্টই বলেছেন, ‘পুরো কাজটিই ভালো ভাবে করা গিয়েছে। তাঁর অবস্থা ভালোই রয়েছে। কোনও সমস্যা হয়নি।’ উল্লেখ্য, গত ৩ জানুয়ারি হঠাৎই বুকে ব্যথা হওয়ায় উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডের তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে। তাই তখন তাঁর অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়। পরে ধমনীর ‘ব্লকেজ’ সরাতে একটি স্টেন্ট বসানো হয়। কিছুদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন। বাড়িতেও অবশ্য চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।
সৌরভের অসুস্থতার খবর পেয়ে ভারতের বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান। সৌরভকে দেখতে হাসপাতালে আসেন বৈশালী ডালমিয়া, শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্যও। বৃহস্পতিবার বিকেলের শেষে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কিছুক্ষণ হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, ‘সৌরভকে দেখে এলাম। ভালো আছে। সুস্থ আছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ বৈশালী ডালমিয়া বলেন, ‘মহারাজের শরীরে দুটি স্টেন্ট বসেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এমনিতে ভালোই আছেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’