সামনে পতপত করে উড়ছে বাংলাদেশের বিশাল পতাকা। বাজছে বাংলাদেশের গান। পুরো নৌযান জুড়ে লাল-সবুজের ছড়াছড়ি। সব মিলিয়ে চাও প্রায়া নদীর বুকে অসাধারণ এক দৃশ্য।
২৬ মার্চ ব্যাংককের প্রাণকেন্দ্র চাও প্রায়া নদীর আইকনিক সিয়াম পিয়ার থেকে শুরু হয় এই নৌ-শোভাযাত্রা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই নৌ-শোভাযাত্রা নজর কাড়ে ব্যাংককের নানান স্তরের মানুষের।
ভিন্নমাত্রার এই নৌ শোভাযাত্রার উদ্যোক্তা মারমেইড ইকো টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়। বাংলাদেশের গৌরবগাথা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।’
মারমেইড ইকো টুরিজম লিমিটেডের পরিচালক সামিহা আলম বৃষ্টি বলেন, ‘এই শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অগ্রগতির বার্তা পৌঁছে দিতে পারলেই আমরা একে সফল মনে করব। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি, বাংলাদেশকে একটি অগ্রসর দেশ হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই।’