ক্যাম্পাস: সেশনজট কমানোর লক্ষ্যে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বুধবার (০৪ আগস্ট) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের প্রতিটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে এসেই শিক্ষার্থীদের সেশনজট নিরসন করতে অ্যাকাডেমিক কাউন্সিল ডেকে অনলাইন পরীক্ষার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। আজ সেই উদ্যোগ পূর্ণতা পেল। এরই অংশ হিসেবে অসচ্ছল শিক্ষার্থীরা যাতে অনলাইন পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সফটলোনের ব্যবস্থা করে সরকার। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অকার্যকর ফি মওকুফ করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থেকে আমাদের উদ্যোগকে স্বার্থক করে তুলবে।
অনলাইন পরীক্ষায় অংশ নেওয়া ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ জীম বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বহুল প্রত্যাশিত পরীক্ষায় অংশ নিতে পেরেছি। এমন উদ্যোগ নেওয়ায় ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার বিভাগের শিক্ষকদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে গত মাসের ১৪ জুলাই হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।