ভোলা প্রতিনিধিঃ ভোলায় মুরগি খামারি নিজামের ৫লক্ষাধিক টাকার সোনালি মুরগী বিষ প্রয়োগে ধ্বংশ করেন দুবৃত্তরা। ২৪/৫/২০২০ তাং দিবাগত রাতে নিজামের মুরগি খামারে এ বিষ প্রয়োগ করেন দুবৃত্তরা। বিষ প্রয়োগের ঘটনাটি ভোলা সদর উপজেলার রাজাপুরের ৯নং ওয়ার্ডের খামার মালিক নিজামের খামারে ঘটে। খামার মালিক নিজাম জানান আমি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৩০০০ পিচ বাচ্চা খামারে তুলি। বাচ্চা গুলো ১মাস ১৬ দিনে গড়ে ৭০০-৮০০ মিঃগ্রাম ওজন হয়েছিল। যার বর্তমান বাজারে পাইকারী মূল্য ২০০ টাকা কেজি বিক্রয় চলছে। তিনি জানান দুবৃত্তরা আমার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
আমি বর্তমান করোনা ক্রাইসিসে ধার দেনা করে ৩০০০ হাজার মুরগী পুষেছিলাম। বিষটোপে মুরগীগুলো নিধন করাতে আমি এখন নিস্ব, অপর দিকে দেনাদারের টাকা শোধকরা নিয়েও সংকিত। আমার সর্ব সম্বলটুকু বিনিয়োগ করে খামারে বাচ্চা উত্তলন করেছি বলেও জানান নিজাম। এহেন পরিস্থিতিতে আমার কিছুই করার নাই, মৃত মুরগী ল্যাবে পাঠানোর পরে বিষটোপে মারা হয়েছে প্রমানিত হয়ে নিজাম আরো সংকিত হন। নিস্ব খামারি নিজামের আকুতি আমার সর্বসাকুল্যের সম্বলটুকু নিপাত করেছে দুবৃত্তরা, এমতাবস্থায় আমার ছেলেমেয়ে নিয়া বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর একান্ত্র সহযোগিতা কামনা করছি।