কিশোরগঞ্জ সংবাদদাতা: লিবিয়ায় মানবপাচারকারী চক্রের সদস্য তানজিরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের হয়েছে। লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মো. আকাশের বড় ভাই মো. মোবারক বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৭ জন আসামির নাম উল্লেখ করে মানবপাচার, মুক্তিপণ, মারধর, হত্যাসহ বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি মানবপাচারকারী দালাল ভৈরবের শ্রীনগর গ্রামের তানজিরুল ইসলাম এবং দ্বিতীয় আসামি করা হয় একই এলাকার দালাল জাফর মিয়াকে। এ ছাড়া মামলায় ৭-৮ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানো ও লিবিয়ায় নিহত হওয়ার ঘটনাটি সরেজমিন তদন্ত করতে ঢাকার সিআইডির অর্গানাইজ ক্রাইমটিম গত শনিবার রাতে ভৈরব থানায় এসে তদন্ত শুরু করেছে। সিআইডির টিম প্রধান পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান রোববার ঘটনাটি সরেজমিন তদন্ত করতে গিয়ে ভৈরবের শ্রীনগর গ্রামের মানবপাচারকারী দালাল তানজিরুলের বড় ভাই মো. বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মামলার বাদী লিবিয়ায় নিহত মো. আকাশের বড় ভাই মোবারক জানান, দেড় বছর আগে পরিবারের ভরণপোষণের জন্য লিবিয়ায় যায় তার ভাই। সেখানে কাজ করার সময়ে ভৈরবের শ্রীনগর গ্রামের এক দালাল তানজিরুলের মাধ্যমে লিবিয়ার বেনগাজী হতে ত্রিপোলি হয়ে ইতালি যাওয়ার জন্য কথাবার্তা হয়। তারা ইতালিতে পৌঁছানোর পর ৩-৪ লাখ টাকা পরিশোধ করতে হবে। ইতালির উদ্দেশে রওনা দেওয়ার কিছু দিন পর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। হঠাৎ গত মাসের ২৭ তারিখ সন্ধ্যায় ইমুতে একটি ভয়েস এসএমএসে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। যদি না দেয় তা হলে তাদের মেরে ফেলবে।
এরপর থেকে আর তাদের কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে টিভিতে খবর শুনে জানা যায়, তার ভাই লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে মারা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারী পরিবারের সদস্যরা।
এ ঘটনায় ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার ৬ জন নিহত হয়েছেন। এরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের রাজন, শাকিল, সাকিব, সোহাগ, মো. আকাশ ও মো. আলী। এই ঘটনায় আহতরা হলেন- ভৈরব পৌর শহরের শুম্ভপুর গ্রামের মো. জানু মিয়া, ভৈরবের জগন্নাথপুর গ্রামের মো. সজল মিয়া, সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের আবদুল আলীর ছেলে মো. সোহাগ আহমেদ। তারা ত্রিপোলি শহরের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, লিবিয়ায় ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।