জন্মভূমি
শিক্ষার ঝুলি নিয়ে দিয়েছি বিদেশ পাড়ি
সব পর করে চলিলাম জন্মভূমি ছাড়ি।
স্বপ্নে এলো বিদেশি টাকার ঘ্রান।
মন দেই নি, নিক না যদি নেয় প্রান।
চারদিকে শুধু কলকারখানার ধোঁয়া,
যায় না আর প্রকৃতির রূপ ছোঁয়া।
মন যে আমার গায়ের কথা বলে,
কবে যে যাব জন্মভূমির কোলে।
চারিদিকে শুধু আকাশ ছোঁয়া বাড়ি,
দাঁড়িয়ে আছে পরপর সারিসারি।
চারিদিকে কবল, বিদ্যুতেরি ঝলক,
কিন্তু জোনাকির, আলোয় পড়ে না পলক।
ডাকেনা এখানে ভোরের বেলায় পাখি,
ভোরের আলো বড্ডো দেয় ফাঁকি।
মন যে আমার গায়ের কথা বলে
কবে যে যাব জন্মভূমির কোলে।
ভোরের বেলা সূর্যের মিষ্টি আলো
শিশির ভেজা দূর্বা কতো ভালো।
করেছি কতো কোকিলের সাথে ঝগড়া,
চোখ জুড়ানো বাবুই পাখির ঘর করা।
ভাবি ছেড়ে চলে যাই শহরের রাজপথ,
বাবুদের সাথে কখনোই মেলে না মত।
মন যে আমার গায়ের কথা বলে,
কবে যে যাব জন্মভূমির কোলে।
গায়ে আমার শান্ত নদীর কূল,
কি অপরূপ সর্ষে খেতের ফুল।
মৌমাছি ঘোরে ফুলের মধু খেতে,
প্রজাপতি ঘোরে রঙিন ডানা পেতে।
বর্ষার পুকুর জলেতে থই থই,
দুয়ারে ভাসে সিং, মাগুর কই ।
মন যে আমার গায়ের কথা বলে,
কবে যে যাব জন্মভূমির কোলে।
যখন দেবো গায়ের মাটিতে পা,
শরীর জুড়াবে শীতল দক্ষিণা হাওয়া।
চারিদিকে শুধু সবুজ ধানের ক্ষেত্র,
ভারতে বসলেই ভিজে যায় নেত্র।
কান জুড়ানো পাখির কলরব, কাকের কা কা,
সবুজে ঘেরা ওইটি আমার গা ।
মন যে আমার গায়ের কথা বলে,
কবে যে যাব জন্মভূমির কোলে।
কবি: সত্যজিৎ পাল