নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।শুক্রবার (৫ জুন) ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেন।এদিন বিহঙ্গ বাসের চালক জাফর মোল্লাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। বাসচাপায় নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-ল-২০-৬০৭৯) ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ও পথচারী।
নিহতরা হলেন- সরিষার তেল বিক্রেতা মো. বেলায়েত (৫২) ও একটি কুরিয়ার সার্ভিসের কর্মী মকসুদুর রহমান (৪২)।
এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করেন এবং চালক জাফর মোল্লাকে আটক করেন।