নিজস্ব প্রতিনিধি: দেশবরেণ্য গ্রাফিক্স ডিজাইনার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (শহর সমাজসেবা কার্যালয়) কিশোরগঞ্জের গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ আহসান উল্লাহ কে মানবাধিকার সেবায় বিশেষ অবদানের জন্য “স্বাধীন সংবাদ “ সম্মাননা স্মারক ২০২২ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি থেকে প্রেস বিজ্ঞতিতে জানানো হয়েছে, তিনি দেশের মানবাধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। মানুষের মৌলিক চাহিদা, বিশেষতঃ অধিকার বঞ্চিত সাধারণ জনগণের ন্যায্য দাবি আদায়ে, যৌতুক ও বাল্য বিবাহ, দুঃস্থ্য, অসহায় এতিমদের নিয়ে কাজ করা এবং সরকারী-রাস্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি পরিবেশ সংক্রান্ত দাবি বিষয় এবং অসহায় বৃদ্ধ নারী ও শিশুদের আইনী সহায়তামূলক কাজ করে আসছেন। বিগত বন্যায় তিনি সংগঠনের সদস্যদের নিয়ে অসহায় মানুশের পাশে দাঁড়িয়েছেন। তাঁর অসামান্য অবদানের জন্য “স্বাধীন সংবাদ “ সম্মাননা স্মারক ২০২২ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞতিতে আরো জানানো হয়েছে যে, মোঃ আহসান উল্লাহ বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে শুধু কিশোরগঞ্জ জেলায় তার কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলার মানুষের জন্য কাজ করে যাবেন বলে আশা করে। তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনার পাশাপাশি এই সেবামূলক মনোভাব আজীবন বজায় রাখবেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটি এই কামনা করছে।