ডেস্ক রিপোর্ট: দলে যেতে না চাওয়ায় মাদারীপুরের কালকিনি পৌরসভার রামনগর এলাকায় মোঃ নাঈম বেপারী (২৫) নামের এক যুবলীগ নেতার বসত বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় তাদের বাঁধা দিতে এলে এক নারীসহ দুই জন আহত হয়েছে। নাঈম বেপারী কালকিনি পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার রামনগর গ্রামের মোঃ নাঈম বেপারীকে একেই এলাকার শাহাদাত হোসেন গত কয়েক দিন ধরে তার দলে আনার জন্য চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু নাঈম সংগঠনের বাইরে গিয়ে কারো ব্যক্তিগত দলে কাজ না করার জন্য অস্বীকার করে। এতে করে শাহাদাত হোসেন ক্ষিপ্ত হয়ে তার সহযোগী আরমান বেপারী, শিপন সরদার,সেলিম সরদার, সাইফুল সরদার ও আবু সরদারসহ বেশ কয়েকজন নিয়ে নাঈম বেপারীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তাদের বাঁধা দিলে নুরজাহান বেগম(৫০) ও নাঈম বেপারীসহ (৩৫) দুই জন আহত হন। পরে
আহতদেরকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন।
আহত নাঈম বলেন, আমি তার দলে যেতে না চাইলে আমার ও আমার পরিবারের উপর হামলা চালিয়েছে শাহাদাত ও তার লোকজন। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত শাহাদাত হোসেনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগের চষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, এ বিষয় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।