ধর্ম ডেস্ক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার (৬ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে সোমবার বাদ জোহর (১টা ৩০ মিনিট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হজরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন গাউসুল আজম জামে মসজিদের খতিব হজরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।