মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে পথচারি এক যুবকের দেহ তল্লাশি করে পাওয়া ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই এসআইসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তে প্রামাণিত হলে তাদের ক্লোজড করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।
বগুড়ার সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, সারিয়াকান্দি ও সোনাতলা সীমামান সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রাম সোমবার বেলা ৩ টায় রাস্তা দিয়ে যাচ্ছিল ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মো: চৈতা (২৫)। এ সময় সারিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর আলম, এএস আই আমিরুল ইসলাম, কনষ্টেবল শ্রী খোকন চন্দ্র ও কনষ্টেবল মোঃ জাহিদুল হাসান চৈতার গতিরোধ করে। তার দেহ তল্লাসী করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যুবকটি সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন।
বগুড়ার সারিয়কান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চৈতার দেয়া অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় ৪ পুলিশ সদস্যকে সোমবার রাতেই বগুড়া পুলিশ লাইলে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্তা নেয়া হবে।
ডিপিআর/ জাহিরুল মিলন