সিলেট প্রতিনিধি: নগরীর করোনাভাইরাস ঠেকাতে অভিযানে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকাল ১১টার দিকে ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় অভিযান শুরু করেন তিনি।
অভিযানে নেমেই তিনি বন্দরবাজারস্থ হাসান মার্কেট, হকার্স ও সিটি সুপার মার্কেট আগামী এক সপ্তাহের জন্য বন্ধ রাখার আহ্বান জানান। এ সময় তার এ আহ্বানে সাড়া দেন এসব মার্কেটের ব্যবসায়ীরাও। করোনা ঠেকাতে ক্রমান্বয়ে নগরের অন্যান্য মার্কেট ব্যবসায়ীদের এ আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। এসব তথ্য নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সহকারী সচিব মো. সোহেল আহমদ।
সোহেল জানান, নগরভবনের সামনে থেকে মেয়র এ অভিযান শুরু করে ক্বিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, লালদীঘিরপাড়, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের দোকানগুলোতেও যান। তিনি সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন বন্দর বাজার এলাকার হাসান মার্কেট ও লালদীঘিরপাড় এলাকার হকার মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার আহ্বান জানান।
অভিযানকালে মেয়র বলেন, সিলেটে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এতে আমরা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল সিলেটে আছে সবগুলো মিলিয়েও আমাদের রক্ষা হবে না। তাই আজ (মঙ্গলবার) থেকে সিটি করপোরেশন অভিযানে নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।