ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মো. বাবুল (৩৫) নামে এক ভুয়া সচিবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে শহরের টিএ রোডে ফুটপাতের দোকানিদের কাছে নিজেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে টাকা দাবি করার সময় স্থানীয় লোকজনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্টের কাছে ফুটপাতের ব্যবসায়ীদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বাবুল টাকা আদায় করছিল।
বিষয়টি সন্দেহ হলে ফুটপাতের ব্যবসায়ীরা তার পরিচয়পত্র চাইলে সে ভড়কে যায়। একপর্যায়ে সে নিজেকে একজন সংসদ সদস্যের পিএস পরিচয় দেয়। এরই মধ্যে বিষয়টি এনএসআই সদস্যদের অবহিত করা হয়। এনএসআইয়ের পক্ষ থেকে চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়।