কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরে করোনা আক্রান্ত হয়ে আরও দুজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এদের একজন ক্যাম্প ১০ ও অপরজন ক্যাম্প ৭-এর বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স (৫৮) ও অপরজনের বয়স আনুমানিক (৭০)। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে শরণার্থী শিবিরের মোট তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এর আগে ১ জুন প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু তোহা জানান, একজন ৭ জুন ও অপরজন ৮ জুন মারা যান। কিন্তু রিপোর্ট না আসার কারণে মৃত্যুও খবর প্রকাশ করা হয়নি। রিপোর্ট আসার পর জানা যায় এরা দুজনই করোনা পজিটিভ। এ ছাড়া মঙ্গলবার আরও ৮ রোহিঙ্গার করোনা পজিটিভ রিপোর্ট আসে।