নবাবগঞ্জে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ
Update Time :
শুক্রবার, ১২ জুন, ২০২০
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা (৫৫) বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার রতনা দীঘি নামক এলাকার রাস্তার পাশ থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।
এই লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা ওসি অশোক কুমার চৌহান জানান,আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি রতনা দিঘী এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান,এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় শনাক্ত হয়নি। তবে আমরা প্রাথমিক ধারনা করছি উদ্ধার হওয়া ব্যাক্তি প্রতিবন্ধী ছিলেন এবং গাড়ি ধাক্কা লেগে সে মারা যেতে পারে।
দেশপ্রেম আমাদের একটি সহজাত প্রবৃত্তি।আর এই প্রবৃত্তি আরও বহুগুনে বেড়ে যায় দেশের বাইরে থাকলে।সুদুর প্রবাসে থেকে নিজের দেশের জন্য কিছু করতে পারার আনন্দটা আসলে কোনদিন ভাষায় প্রকাশ করা যায় না।আর এই আবেগ আর ভালোলাগার জায়গা থেকেই জন্ম আমাদের “দৈনিক প্রত্যয়” এর।সারা বিশ্বের প্রতি মুহুর্তের ঘটে যাওয়া সত্য ও নিরপেক্ষ খবর গুলো আপনাদের কাছে পৌছে দেওয়াই আমাদের প্রত্যয়।আমাদের এই নিউজ পোর্টাল শুধু সংবাদ প্রচার পর্যন্তই সীমাবদ্ধ থাকবেনা বরং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখবে ইনশাল্লাহ।
সম্পাদকীয়
প্রকাশক ও সম্পাদক :
মাজেদুল হক শিকদার মাসুম
নির্বাহী সম্পাদক : ফারহানা ববি মুক্তা
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ ফরহাদ
Publisher & Editor
Mazadul Haque Shikder Masum
Executive Editor: Farhana Boby Mukta
Information & Technology Affairs Secretary: Mohammad Forhad