নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ভৈরব উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
আগামী ২২ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হল রুমে জমিসহ ঘর হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। পরে ঐসব জমিসহ ঘর উপভোগীদের নিকট হস্তান্তর করবেন ভৈরব উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ভৈরব উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোট ১৬০টি পরিবারের জন্য দুই শতক করে জমির দলিলসহ সেমি পাকা ঘর বরাদ্দ হয়। ১৬০টি ঘরের মধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ১১৭ টি ঘর গৃহ ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। মোট ৪৩টি ঘর জমিসহ আগামী ২২ মার্চ গৃহহীনদের বিতরণের মাধ্যমে ভৈরব উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ নুরুজ্জামান জানান,কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সব বিষয় নিয়ে উপজেলার সব জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। পরবর্তীতে কোনো ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার পাওয়া গেলে তাদেরও দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে খাসজমি নির্বাচন করে পুনর্বাসন করা হবে।