দৈনিক প্রত্যয় ডেস্ক:
বাংলা নতুন বর্ষ ১৪২৭ শুরুর আর মাত্রা দুদিন বাকী। দুদিন পর পহেলা বৈশাখ দিয়ে বিদায় জানানো হবে ১৪২৬ কে। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগতম জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে। এমন সময় শনিবার চৈত্রের ২৮ তারিখে (১১ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ কালবৈশাখী জানান দিয়েছে বৈশাখের আগমনী বার্তা।
শনিবার সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ কাল বৈশাখীর মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমে গেছে।