প্রাণের শহর পৃথিবীর দ্বিতীয় লন্ডনখ্যাত প্রবাসী
অধ্যুষিত সিলেট নগরীর ভেন্টিলেশন সংকট আর অসহায় চিকিৎসা ব্যবস্থা দেখে
বড় আক্ষেপ হচ্ছে, যেখানে একজন সিনিয়র চিকিৎসকের ভেন্টিলেশনের ব্যবস্থা করা যাচ্ছেনা সেখানে আমাদের মত সাধারণ মানুষের অবস্থান টা ঠিক কোথায়…. ?
আজ সিলেটের সেই সকল দানবীরগণ কোথায় যারা আত্মপ্রচারে কোটি টাকা খরচা করে…?
কিংবা সেই সকল ট্রাস্টি? যারা এনজিওর সহায়তায় ব্যক্তিনামে গড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান- চিকিৎসালয় আর সম্পদের পাহাড়?
প্রায় অর্ধ হাজার কোটি টাকা খরচে নির্মিত কাজী প্যালেসের মহামহিম, সহযোগিতার হাত আরেকটু বাড়িয়ে দিন। যাকাত সরূপ কিছু ভেন্টিলেটর সাপোর্ট সিলেটের নির্ধারিত হাসপাতালে দান করুন। প্রাসাদ আপনার কবরে না গেলেও দেশের বিপদে গণমানুষের চিকিৎসার জন্য এই দান আপনার পরকালের মুক্তির সোপান হতেপারে স্রষ্টা সহায়তো।
দেশের শীর্ষ ধনাঢ্য ব্যক্তিদের তালিকায় থাকা ড.রাগীব আলী মহোদয়, দান করার হয়তো এর থেকে উত্তম সময় আপনার জন্য নাও আসতে পারে। আপনার প্রতিষ্ঠিত হাসপাতালের একটি অংশে পর্যাপ্ত ভেন্টিলেটর সাপোর্ট সহ করোনা কেয়ার ইউনিট চালুর যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি সাথে কিছু ভেন্টিলেটর ইকুইপমেন্ট ও পিপিই সরকারি হাসপাতালে দান করুন।
যে সকল নেতা এই ক’বছরে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন আপনারাও এগিয়ে আসুন।
গলির মোড়ে পাঁচ-দশ কেজির দু-চারটে চাল-ডাল তেলের প্যাকেট নিয়ে ফটোসেশান রেখে চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে এগিয়ে আসুন।
বিভাগের সকল ধনাঢ্য দানবীর মহান মানুষ এবং সর্ব স্তরের সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গের এগিয়ে আসার জন্য
সিলেটের মানুষের পক্ষ থেকে আকুতি রইল… ।
মাননীয় সরকার বাহাদুরের প্রতি নিবেদন, চিকিৎসকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের আশ্বাস বাস্তবায়িত করা হউক। ডাক্তার-নার্স- মেডিক্যাল এসিস্ট্যান্ট দের জন্য বরাদ্দকৃত নিরাপত্তা সরঞ্জাম যেন সঠিক ভাবে পায়।
ডাক্তার-নার্স ও সহযোগী গণ নিরাপদ থাকলে চিকিৎসা হবে নিবিড়।
চিকিৎসা বিভাগ, আইনশৃংখলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হউক। উনারা নিরাপদ থাকলে নিরাপদ থাকবো আমরা..।
সর্বোপরি দেশের এই ক্রান্তিলগ্নে যাঁরা নিরলস পরিশ্রম করছেন সকলের জন্য মন থেকে প্রার্থনা জানাই।
লেখকঃঃঃমায়দুল হোসেন মনোয়ার
সিনিয়র সহ সভাপতিঃবঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট সদর উপজেলা
[/pl_text] [/pl_col] [/pl_row]