স্পোর্টস ডেস্ক: অধিনায়ক ও প্রধান স্ট্রাইকবোলার টিম সাউদি নন। নন লেগস্পিনার ইশ সোধি কিংবা বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলও। সিলেট টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের হিরো গ্লেন ডোমিনিক ফিলিপস।
২৬ বছর বয়সী ফিলিপস মূলত ব্যাটার। জন্ম দক্ষিণ আফিকায়। যিনি এর আগে টেস্টই খেলেছেন মোটে একটি। রান করেছেন ৫২। সে টেস্টে বল হাতে নেননি।
এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও বোলার হিসেবে ট্র্যাক রেকর্ড তেমন সমৃদ্ধ না ফিলিপসের। ৪৯ প্রথম শ্রেণির ম্যাচে উইকেটে পেয়েছেন মোটে ৪০টি। সেরা বোলিং ছিল ৭০ রানে ৪ উইকেট।
অথচ আজ মঙ্গলবার সেই অনিয়মিত অফস্পিনারকে খেলতে রীতিমত ঘাম ঝরেছে বাংলাদেশ ব্যাটারদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের স্লত গতির ও নিচু বাউন্সি পিচে বুদ্ধি খাটিয়ে বল করে গ্লেন ফিলিপস ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ৫৩ রানে তুলে নিলেন ৪ উইকেট।
টেস্টের প্রথম দিনে ফিলিপস করেছেন ১৬ ওভার। আউট করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুমিনুল হক, অভিষেক হওয়া শাহাদাত হোসেন দিপু আর উইকেটকিপার নুরুল হাসান সোহানকে।