স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হারানোর প্রতিশোধ যেন অস্ট্রেলিয়ার কাছ থেকে কড়ায়-গণ্ডায় বুঝে নিচ্ছে ভারত। অসিদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে ভারত। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় গোয়াহাটিতে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।
লড়াইয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া এবার স্কোয়াডে এনেছে বড়সড় পরিবর্তন। ৬ ক্রিকেটারকে বদল করেছে অসিরা। ভারতের সিরিজ নিশ্চিতের ম্যাচের আগে দেশে ফিরেছেন স্টিভ স্মিথ ও অ্যাডাম জাম্পা। এই দুই ক্রিকেটারের বদলে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জস ফিলিপে ও মারকুটে ব্যাটার বেন ম্যাকডারমট।
এছাড়া আগামীকাল বুধবার দেশে ফিরবেন আরও ৪ তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন-গ্লেন ম্যাক্সওয়েল, জস ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট। কাজের চাপের কারণে চার নির্ভরযোগ্য ক্রিকেটারকে দেশে ফিরতে হচ্ছে।
সিরিজের চতুর্থ ম্যাচের আগে অসিদের স্কোয়াডে যোগ দেবেন আরও দু্ই ক্রিকেটার। তারা হলেন- বেন ডোয়ার্শুইস ও স্পিনার ক্রিস গ্রিন।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ২০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েও ২ উইকেটে হেরে যায় অসিরা। পরের ম্যাচে আগে ব্যাট করতে নেমে সফরকারীদের ২৩৬ রানের আরও বড় লক্ষ্য দেয় ভারত। ওই ম্যাচে স্বাগতিকদের কাছে ৪৪ রানে হারে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে এখন ২-০তে এগিয়ে ভারত।
অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি স্কোয়াড
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, জস ফিলিপে, তানভীর সংঘা, ম্যাট শর্ট, কেন রিচার্ডসন।