স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয় নিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ভারত। প্রোটিয়াদের ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এর আগে এত বড় ব্যবধানে কখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি ভারত।
এদিন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সতীর্থ রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের পাশে নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকালের করা সেঞ্চুরিটি সূর্যের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর বেশি সেঞ্চুরি এই তিন ক্রিকেটার ছাড়া আর কোনো ক্রিকেটারের নেই। এতদিন এই রেকর্ডটি ভাগাভাগি করছিলেন রোহিত ও ম্যাক্সওয়েল। এবার সবচেয়ে কম (৬০) ম্যাচ খেলেই সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন সূর্য।
জোহানেসবার্গে গতকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করছিল ভারত। প্রথম দুই ওভারে ২৯ রান তোলে সূর্যকুমারের দল। তৃতীয় ওভারে বাঁহাতি অর্থোডক্স বোলার কেশভ মহারাজ জোড়া আঘাত করেন। দুই বলে দুটি উইকেট শিকার করেন তিনি। শুভমান গিলকে ৮ রানে (৬ বলে) এবং তিলক ভার্মাকে ০ রানে (১ বলে) ফেরান এই স্পিনার।
এরপর চতুর্থে নেমে ওপেনার যশস্বী জসওয়ালের সঙ্গে ৭০ বলে ১১২ রানের দুর্দান্ত জুটি গড়েন সূর্য। জসওয়াল ৪১ বলে ৬০ রানে (৬টি চার ও ৩টি ছক্কায়) ফিরলে রিংকু সিংয়ের সঙ্গে ৪৭ রানের আরেকটি জুটি গড়েন ভারতীয় অধিনায়ক। দুর্দান্ত ব্যাট করে ৫৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তার পরের বলেই আউট হন সূর্যকুমার। ৫৬ বলে ১০০ রান করা ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মারে। এছাড়া ১৪ রান করেন রিংকু। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০১ রানে গিয়ে থামে ভারতীয়রা।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের করা প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই ১৩ বলে ৮ রান করে উইকেট দিয়ে আসেন ওপেনার রিজা হেনরিক্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারেই ৯৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রান করেন ডেভিড মিলার।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট (১৭ রান খরচা করে) শিকার করেন কুলদ্বীপ যাদব। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন কেশভ মহারাজ ও লিজাড উইলিয়ামস।