“করোনা দিলে মুক্তি “
যদি মিলে মোর মুক্তি,
দেশ-বিদেশ ঘুরে বেড়াব
মিটিয়ে নিব বহুদিনের তৃপ্তি।
থাকবো না তখন গৃহবন্দী,
স্কুল-কলেজে করে নিব
ছাত্র-শিক্ষক আগের মতো সন্ধি।
নিশ্চুপ হয়ে থাকবো না তখন আমি!
মাতিয়ে রাখবো অলিগলি পথঘাট,
আর খেলাধুলা!!!
তা-তো করে নিব জমজমাট।
লাল চায়ের আড্ডা দিব
বন্ধুবান্ধব ছোট-বড় সবাই মিলে,
মাঝে মাঝে ছুটে যাব সিনেমা হলে।
নকল মুখ মাস্ক খুলে ফেলে দিয়ে সবাই,
প্রাণ খুলে কথা বলব,গান গাইব
সে আনন্দ উল্লাস রটিয়ে দিব তারায় তারায়।
~সাকিব চৌধুরী নয়ন,
~১ম বর্ষ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..