প্রাণের বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
✍️✍️মোঃ জুবায়েদ মোস্তফা
——————————————
গর্বিত আমি বশেমুরবিপ্রবিয়ান
মোটেও অহমিকা নেয়, হয়েছি বলে পাবলিকান।
সৌন্দর্য্যের এই স্থান রয়েছে জীবনের সাথে জড়িয়ে
সৌন্দর্য্য দর্শন আর বিচক্ষণে কখন যে আসে সাঁঝ ঘনিয়ে।
প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ বশেমুরবিপ্রবির আবরণ
প্রত্যেহ সকাল কিংবা সাঁঝে পরিলক্ষিত হয় মোদের বিচরণ।
বশেমুরবিপ্রবিতে বিদ্যমান হাজারো চোখ ধাঁধানো স্মৃতি
কিছুদিন আগে গমন করেছিলাম অজানা বেশে,ছিলাম সেদিন অতিথি।
এখন অনুধাবিত হয়, সমগ্র কিছু চির চেনা
নেই কোন সীমাবদ্ধতা, বিচরণ মম আনাগোনা।
ধন্য আমি ধন্য
শুধুই স্বার্থকতাই মিশে একাকার হওয়ার জন্য।
পুরণো স্বপ্নগুলো এখন নিতান্তই বিস্তৃত অতীত
আমার সোনালি দিনগুলো বশেমুরপ্রবির মাঝেই নিহিত।
ভালবাসা রইল প্রিয় ক্যাম্পাস
লেখনিতে প্রসিদ্ধ হবে ছবির সেই ক্যানভাস।
লেখকঃ মোঃ জুবায়েদ মোস্তফা
লোক প্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি