“” শিক্ষিত বেকার””
পড়ালেখা শেষ,এখন আমি বেকার,
পাড়া প্রতিবেশী মূল্য দেয় না কথা আমার,
কারণ, আমি শিক্ষিত বেকার,
শিক্ষিত বেকার!!…
(একটা চাকরি হবে প্লিজ?)
সবার মতো স্বপ্ন ছিল,
চাকরি,গাড়ি-বাড়ি হবে আমার,
একটা চাকরির জন্য আবেদন কয়েক হাজার,
তাই চাকরি করা হলো না আর,
এখন আমি শিক্ষিত বেকার,
শিক্ষিত বেকার!!,,,,,
(একটা চাকরি হবে প্লিজ?)
চাকরি পেতে হলে লাগে টাকা আর ঠ্যালা মামার!
টাকা আর মামার ট্যালা কোনোটা ছিল না আমার,
চাকরির পিছনে বয়স অর্ধেক শেষ!!!!
“গফ”ও চলে গেলো,বলে আমাকে বেকার।
বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে___
মেয়ের বাবা বলে”তোমাকে মেয়ে দিব না আমার”,
সমাজের মাঝে কি বা পরিচয় তোমার?
আমি বলি আমি শিক্ষিত বেকার!!
শিক্ষিত বেকার!!!
এই পরিচয় জাতির মাঝে আমার!…
(একটা চাকরি হবে প্লিজ?)
শিক্ষিত বেকার না বাড়িয়ে,
কর্মসংস্থান বাড়াও- জাতি এবার,
আমার মতো নবীন কবির কথা,
সমাজের উচ্চ মঞ্চে পৌঁছায় কেমনে আবার!!
আমার কথায় নাই কোনো গুরুত্ব আর,
কারণ,আমার পরিচয় “আমি শিক্ষিত বেকার”!!,,,,,,
(একটা চাকরি হবে প্লিজ?)
~সাকিব চৌধুরী নয়ন।
~অনার্স ১ম বর্ষ।