নির্মম বেকারত্ব
শান্তনু সত্য
আজ বেকার বলে,
নাই আমার কোন আত্মীয় স্বজন, নাই কোন পরিবার
হাসতে পারি না আমি, ভ্যাগের কাছে হয়েছে আমার হার।
আজ বেকার বলে,
কিনতে পারি না নতুন কিছু, রয়েছি সবার থেকে দূরে
ইন্টারভিউ নামক ছলনায় যায় একটি সাদা কালারের শার্ট পরে।
আজ বেকার বলে,
উঠিনা কোন বাসে, টিউশনে যায় আমি হেঁটে
ঢুকিনা কোন রেস্টুরেন্টে, ধাবায় যায় খেতে।
আজ বেকার বলে,
বন্ধু হয়েছে কম, জীবনসঙ্গী পায় নি আমি খুঁজে
বাড়িতে যায় না বলে সবাই আমায় ভুল বুঝে।
আজ বেকার বলে,
পারিনা মেটাতে আমি মা বাবার কোন আবদার
হয়েছে চাকরি রয়েছে মামা খালু যার।
আজ বেকার বলে,
খুঁজে বেড়ায় চাকরি, রাস্তায় রাস্তায় ঘুরি আমি
এই জগতে বেকারের চেয়ে মনিবের পোষা কুকুরটিও বেশি দামী।
আজ বেকার বলে,
স্থান পায় না সমাজে, নাই কোন মান সম্মান
চাকরি কথা বলতে গেলে তারা প্রচুর টাকা চান।
আজ বেকার বলে,
নাই কোন ধন সম্পদ, আছে শুধু কাগজের মতো একটা সার্টিফিকেট
যতবার গিয়েছি চাকরির জন্য তারা দেখিয়েছে বাইরে যাওয়ার গেট।
আজ বেকার বলে,
অভিযোগ নাই কারোর ওপর, নাই কোন রাগ
শুধু রয়েছে খোঁদায় করা বেকার নামক একটা শব্দের দাগ।