বিশেষ প্রতিবেদন,কলকাতা:একদিনে রেকর্ড সংক্রমণ বাংলায়। রাজ্যের স্বাস্থ্য দফতর শুক্রবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ১ হাজার ৬৯০ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৩৮ হাজার ১১ জন। তবে এই মুহূর্তে ১৪ হাজার ৭০৯ জনের শরীরে কোভিড ভাইরাস সক্রিয় রয়েছে। সবচেয়ে বড় কথা, এদিন করোনা সংক্রমিত হয়ে রাজ্যে এক চিকিৎসকেরও মৃত্যু হয়েছে।
বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন। ফলে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৪৯ জনের। এদিন করোনা সংক্রমিত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নাম সন্দীপ রায়। বয়স হয়েছিল ৭৪–এর মতো। গত ৪ জুলাই থেকে তিনি করোনা সংক্রমিত হয়ে কলকাতার বেলেঘাটা আইডি–তে ভর্তি ছিলেন। তাঁর শরীরে অন্য সমস্যাও ছিল বলে জানা গিয়েছে। তিনি যেমন ডায়াবেটিসে ভুগছিলেন, তেমনই তাঁর কিডনি এবং হার্টের সমস্যাও ছিল বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে।
তবে এদিন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন। ফলে মোট করোনা–জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২২ হাজার ২৫৩ জন। ফলে সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ। বৃহস্পতিবারের চেয়ে এই হার একটু কম। গত কয়েকদিন ধরে রাজ্যে সুস্থতার হার কমতে থাকায় চিন্তার বলিরেখা ফুটে উঠছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। বৃহস্পতিবার এই হার ছিল ৫৯.২৯ শতাংশ। আর বুধবার ছিল ৬০.০৬ শতাংশ। মঙ্গলবার ছিল ৬০.৬৯ শতাংশ। সোমবার ছিল ৬১.০৯ শতাংশ। এদিন যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন কলকাতার। শেষ ২৪ ঘণ্টায় মহানগরীতে সংক্রমিত হয়েছেন ৫৬৩ জন।
এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন এই জেলায় সংক্রমিত হয়েছেন ৪৪৩ জন। হাওড়ায় এদিন সংক্রমিত হয়েছেন ১৮২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৬০ জন সংক্রমিত হয়েছেন। হুগলিতে এদিন নতুন সংক্রমিতের সংখ্যা ৮৩ জন। উত্তরবাংলার দক্ষিণ দিনাজপুরে ৮৯ জন, মালদায় ৮৮ জন, দার্জিলিংয়ে ৭৪ জন, জলপাইগুড়িতে ৩১ জন এবং উত্তর দিনাজপুরে ২৯ জন এদিন সংক্রমিত হয়েছেন। গোটা রাজ্যে এদিন যে ২৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে কলকাতার ১২ জন। এ ছাড়া এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এদিন হাওড়ায় ৩ জন, এবং পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ায় ১ জন করে মারা গিয়েছেন।