সম্পাদকীয়
করোনা মহামারী তে জনজীবন আজ পুরোপুরি বিপর্যস্ত । ঘর থেকে বের হওয়া যেমন হুমকির তেমনি ঘরে থাকাও যেন ভীষন দায় । হোম কোয়ারেন্টাইনের এসব দিনে বাবা কিংবা ভাইয়েরা যখন স্মার্ট ফোন বা নিউজ পড়ে বা টিভি তে ব্যস্ত মা বোনেরা তখন ফেইসবুকে নতুন রান্না র রেসিপি আপলোড করে,বান্ধবীদের সাথে খোশ গল্প করে যেমন তেমন করে দিন পার করলেও বড় অসহায় দিনাতিপাত করছে আমাদের কোমলমতি কিশোর কিশোরি ও ছোট্ট সোনা মনিরা। স্কুল নেই , কোচিং নেই , গানের বা নাচের ক্লাস ও বন্ধ , এমন কি বিকালে একটু পাড়ার মাঠে খেলতে ও মানা । এমন কঠিন দিনে কি করবে ওরা ? ঘরে বসে এমন অলস সময় কাটাতে কাটাতে অনেক শিশু কিশোর ই হয়ে পরছে বদমেজাজী। এছারাও ক্ষুদা মন্দা বা ওজন বেড়ে যাওয়ার প্রবনতাও দেখা দিচ্ছে অনেকের। বিভিন্ন পরিসংখ্যানে ওঠে এসেছে এমন ই তথ্য । তাই আসুন আমরা আমাদের এ কঠিন সময়ে আমাদের পরিবারের ছোট্টসোনাদের পাশে দাঁড়াই । আমাদের একটু আন্তরিকতায় ওদের কোয়ারেন্টাইন হোক উপভোগ্য ।
সারাদিনের কাজ গুলো রুটিন মাফিক করে দিয়ে বা প্রতি সপ্তাহে একটা নতুন কিছু বানানো অথবা ঘরের কোন কাজ বা নাচ গান করে এবং এসব কিছুর একটা ভিডিও বানিয়েও আমরা রাখতে পারি ভবিষ্যতের জন্য । খুব অচিরেই যেদিন পৃথিবী সুস্থ হবে সেদিন হয়ত আমাদের যাপিত এ দিনগুলো আমাদের অনুপ্রেরনা যোগাবে।