নিজস্ব প্রতিবেদকঃ অনুপ্রেরণার মহাসিন্ধু, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যের বুলেটের নির্মম আঘাতে শহীদ হন। জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সাথে ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাএলীগ ও বনানী থানা ছাএলীগের নেতাকর্মীরা। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত ও দোয়া করেন তারা। পরে বনানী থানা ছাএলীগের উদ্যোগে মহাখালীতে মিলাদ ও দোয়ার পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, বনানী থানা ছাত্রলীগের সভাপতি শাহ-আলম ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজ। এ সময় স্থানীয় বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।