প্রত্যয় স্পোর্টস ডেস্ক: সামনেই শ্রীলঙ্কা সফর টাইগারদের। কিন্তু তার আগেই সবাইকে উত্তীর্ণ হতে হকে করোনা পরীক্ষায়। তাই শ্রীলঙ্কা সফর সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের কোভিড পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে। এরপর নেগেটিভ প্রমাণিত হওয়া ক্রিকেটারদের নিয়ে ২১ সেপ্টেম্বর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। আজ মঙ্গলবার নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
মিরপুর শের-ই-বাংলায় আজ সাংবাদিকদের আকরাম বলেন, ‘আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। এরপর ২০ সেপ্টেম্বর যাতে হোটেলে ওঠা যায়, সে ব্যাপারে ভাবছি। ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব।’
উল্লেখ্য, এর আগে ২৩ সেপ্টেম্বর টাইগারদের শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ২১ সেপ্টেম্বর জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় সফরের পূর্বনির্ধারিত তারিখ পিছিয়ে যাচ্ছে। বিমানে ওঠার তারিখ এখনও স্থির হয়নি। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত দেশের মাটিতে ক্রিকেট ফেরানো সম্ভব হয়নি। তবে চারটি স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলছে।