প্রত্যয় নিউজ ডেস্কঃ স্বপ্নের ট্রফি নিয়ে ঘরে ফিরেছে সেভিয়া। চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা নিয়ে স্পেনে পৌঁছেছে ইউরোপা লিগজয়ী দলটি।
এসময় ট্রফি হাতে সবার সামনে হাজির হন অধিনায়ক জেসুস নাভাস। তার সঙ্গেই ছিলেন কোচ লোপেতেগুই। এছাড়া সহ-অধিনায়ক সার্জিও এস্কুদেরো, ক্লাব সভাপতি রাফায়েল ক্যারিয়ন মোরেনো এবং পরিচালক মঞ্চিও উপস্থিত ছিলেন। এসময় ট্রফি হাতে ক্যামেরাবন্দি হন সবাই।
একদিন আগেই ইন্টার মিলানের স্বপ্ন গুড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে সেভিয়া। রেকর্ড ষষ্ঠবারের মত এই শিরোপা উল্লাসে মাতে স্প্যানিশ ক্লাবটি। শিরোপা জয় করেই ছুটে গেছে নিজ ঘরে। বিমানবন্দরে ভক্তদের সামনে সেভিয়ার পুরো দল হাজির হয় ট্রফি নিয়ে।
ডিপিআর/ জাহিরুল মিলন