প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনার মাঝে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন ছিল বেশ চ্যালেঞ্জিং। করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমের নক আউট পর্বের বেশ কিছু ম্যাচসহ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হয়েছে এক পর্বে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন সমর্থকরা। তাই আগামী আসর থেকে এ ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করছে উয়েফা। তবে, এ বিষয়ে ভেবেচিন্তে সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইউরোপের ঘরোয়া ফুটবলের অভিভাবক সংস্থাটি। এমনটাই জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন।
উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বলেন, আমরা সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। বেশিরভাগ সমর্থকই জানিয়েছেন এক পর্বে খেলা হলে সবার মাঝেই একটা উত্তেজনা কাজ করে। বড় ক্লাবগুলোর পাশাপাশি মাঝে মাঝেই অঘটন ঘটিয়ে দিতে পারে ছোট ক্লাবগুলো। যেটা এবারের আসরে হয়েছে। এতে করে আসরের উন্মাদনাও বেড়ে যায় কয়েকগুণ। তাই আমাদের কাছে পরামর্শ এসেছে ফরম্যাটে পরিবর্তন আনার। আমরা এখনি কোন সিদ্ধান্ত নিতে চাই না। সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনে যে পরিমাণ চ্যালেঞ্জ নিতে হয়েছে, উয়েফাকে এর আগে কখনোই এমন অবস্থার সম্মুখীন হতে হয়নি বলেও জানিয়েছেন সেফেরিন।
তিনি বলেন, করোনায় আসর আয়োজনে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। যখনি আমরা দেখা গেছে কোন ভেন্যু চূড়ান্ত করছি। কদিন পরই দেখা যাচ্ছে সেখানে করোনার প্রকোপ আরো বেড়ে যাচ্ছে। যা শেষ পর্যন্ত পর্তুগালে কোন বিপর্যয় হয়নি। সব মিলিয়ে ভাল লাগছে। আশা করছি এবার যে ছোটখাটো ভুল হয়েছে আগামী আসরে তা আর হবে না। নতুন নতুন আর কি যুক্ত করা যায় তা নিয়ে আমরা শিগগিরই আলোচনায় বসবো।
করোনায় বদলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল আসরের ভবিষ্যত। তবে, শেষ পর্যন্ত হয়নি কোন বিপর্যয়। সংক্রমণ রোধে নক আউট পর্বের কয়েকটি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল এক পর্বে শেষ করেছে উয়েফা। করোনার কারণে এ পরিকল্পনা করা হলেও, দারুনভাবে সফলতার মুখ দেখেছে তা। সমর্থকদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আট, শীর্ষ চারের ম্যাচগুলো দুই পর্বের চেয়ে এক পর্বেই বেশি রোমাঞ্চকর মনে হয়েছে।
পরবর্তী আসরের ম্যাচগুলোও এই ফরম্যাটে করার জন্য অনুরোধ জানিয়েছেন সমর্থকরা। বিষয়টি নিয়ে চিন্তা করেছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটিও।
আগামী বছর আট আগস্ট তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হবে পরবর্তী আসরের ফাইনাল।
ডিপিআর/ জাহিরুল মিলন