প্রত্যয় নিউজ ডেস্কঃ আজ ২৭ আগস্ট স্যার ডোনাল্ড জর্জ ব্রাডম্যানের জন্মদিন। তিনি জন্মেছিলেন অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস এর কটমুন্ড্রায় ১৯০৮ সালের আজকের দিনে।
ছোটবেলা থেকেই ডোনাল্ড ছিলেন ক্রীড়ানুরাগী। ঘরের পেছনে একা একা ব্যাটিং প্র্যাকটিস করতেন। স্কুলে থাকাকালীন ব্যাট হাতে মাত্র ১২ বছর বয়সেই তিনি জীবনের প্রথম সেঞ্চুরিটি সেরে ফেলেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়েনি।
ব্যাট হাতে পারফেকশনের যে উদাহরণ গড়েছেন ডন ব্রাডম্যান তা পেরিয়ে গেছে ক্রিকেটের সীমানা। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান। শুধুমাত্র ক্রিকেট নয়, পুরো ক্রীড়া দুনিয়াতেই তার কৃতিত্ব দেখা হয় সেরাদের সেরা হিসেবে।
টেস্টে তাঁর ব্যাটিং গড় ৯৯.৯৪, যা যে কোন ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতোই। ক্রিকেটের পরিসংখ্যান দেখলে তাঁর কৃতিত্ব সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। ৫২ টি ম্যাচ খেলে ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান করেন। টেস্টে তার সেঞ্চুরি সংখ্যা ২৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৩৪ রান। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেট জীবনে প্রথম ত্রিপল সেঞ্চুরি করেছিলেন ১৯২৮ সালে ভিক্টোরিয়ার বিরুদ্ধে। ঘরোয়া ক্রিকেটে ২৩৪ টি ম্যাচে তাঁর গড় ৯৫.১৪ এবং মোট রান ২৮ হাজার ৬৭। অধিকাংশ ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত।
ডিপিআর/ জাহিরুল মিলন