প্রত্যয় ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন সোমবার (৩১ আগস্ট)। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টেই মাঠে দেখা যেতে পারে সাকিবকে।
অবশ্য ৩ ম্যাচ সিরিজের এই সফরে শুরু থেকে দলের সাথে থাকতে পারবেন না সাকিব। তাই বিকেএসপিতে আলাদাভাবে তার অনুশীলনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সিরিজের ১ম টেস্ট নিষেধাজ্ঞার মধ্যে থাকায় দলের সাথে শ্রীলংকাতে যেতে পারবেন না তিনি। আলাদাভাবে ২য় টেস্ট খেলতে রওনা হতে হবে সাকিব আল হাসানকে।