প্রত্যয় নিউজ ডেস্কঃ চলমান গুঞ্জনের মধ্যেই এবার ফ্রান্সের একটি পত্রিকার দাবি, লিওনেল মেসির বাবা ও তার ব্যক্তিগত পরামর্শদাতা হোর্হে মেসির সঙ্গে কথা হয়েছে তাদের। তিনি নাকি জানিয়েছেন, পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটিকেই পছন্দ আর্জেন্টাইন মহাতারকার।
গেল মঙ্গলবার বার্সেলোনাকে নিজের সিদ্ধান্তের কথা জানান মেসি। এরপরই বিশ্বসেরা ফুটবলারকে দলে ভেড়াতে হাত বাড়ায় বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। এই তালিকায় উপরের সারিতেই ছিল ফরাসি ক্লাব পিএসজি। তবে প্যারিসিয়ানদেরকে এরইমধ্যে নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন মেসির বাবা, এমনটাই দাবি করছে ফ্রান্সের একটি সংবাদমাধ্যম।
এল ইকুইপে নামে ওই পত্রিকার দাবি, হোর্হে মেসি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, মেসির পছন্দ ম্যানচেস্টার সিটি।
সংবাদমাধ্যমটি আরো লিখেছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন হোর্হে মেসির সঙ্গে। তাকে অনুরোধ করেছিলেন মেসির বিষয়ে। তবে হোর্হে মেসি তাকে জানিয়ে দিয়েছেন, আপাতত লিগ ওয়ানে খেলার আগ্রহ নেই মেসির।
এর আগে ফরাসি ক্লাবটিতে যেতে মেসিকে অনুরোধ করে ফোন করেছিলেন তার সাবেক বার্সা সতীর্থ নেইমারও।
ডিপিআর/ জাহিরুল মিলন