দৈনিক প্রত্যয় ডেস্কঃ গাজীপুরে জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে সংযুক্ত হয়েছে ৮৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়াল ৩৮৯৯ জন। যাদের মধ্যে ডাক্তারের ছাড়পত্র সহ ছাড়া পেয়েছেন ২৬৫৩ জন।
মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পাবুর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ ছিলেন ৪৯ জন।
গাজীপুরে মোট আইসোলেশনে ছিলেন ১৭ জন যারা সকলেই ডাক্তারের ছাড়পত্র সহ বাড়ি ফিরে গেছেন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নূতন করে কাউকে রাখা হয়নি। এ নিয়ে গাজীপুরে কোয়ারেন্টাইন এ থাকা ৩৯৪৮ জনের মধ্যে ছাড়া পেয়েছেন ২৭০২ জন।
এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘন্টায় ১৫৮ টি নমুনাসহ মোট ১৮৪০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে গত ২৪ ঘন্টায় ০৩(তিন) জন সহ সর্বমোট ৩২০ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ০২ (দুই) জন।
দৈনিক প্রত্যয় /জাহিরুল মিলন