নিজস্ব প্রতিবেদক: শিশু মরিয়ম। নাম ছাড়া আর কিছ্ইু বলতে পারছে না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় স্মরণী মোড়ে মরিয়মকে খুজে পায় তেজগাঁও থানা পুলিশ। তাকে উদ্ধারের পর বর্তমানে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তবে তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ। এজন্য তাদের সন্ধ্যান চেয়েছেন তারা। মরিয়মের বয়স পাঁচ বছর, গায়ের রঙ শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মেজেন্ডা রংয়ের হাফপ্যান্ট।
গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, তাকে খুঁজে পাওয়ার পর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। সে তার নিজের নাম ছাড়া কিছুই বলতে না পারায় সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মরিয়মের কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর-০২৯১১০৮৫)।