সৈয়দ মোঃ শামীম,সিলেট প্রতিনিধি :অবৈধ ভাবে পাথর, বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন
যেকোন ধরনের অবৈধ ভাবে পাথর উত্তোলন, পাহাড় কাটা,বালু উত্তোলন এবং বিপণন এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন। গতকাল ২৫ এপ্রিল শনিবার দুপুরে শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন বলেন, কোনো ধরনের অবৈধ ভাবে পাহার কাটা, পাথর ও বালু উত্তোলন করাসহ কোনো ধরনের অবৈধ কাজ করা যাবে না। জৈন্তাপুরের সবাইকে এসকল অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।