1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বদলে যাচ্ছে চিন্তা চেতনাঃ অগ্রদূত নারী উদ্যোক্তা

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১০০৬ Time View

প্রত্যয় উদ্যোক্তা ডেস্কঃ “মাছে ভাতে বাঙ্গালী “মাছ ছাড়া যেন আমাদের একবেলা ও তৃপ্তি হয় না । আর এ মাছ ধরা বা এমন কাজে জড়িত শ্রেণীকে আমরা জেলে নামে চিনি।

কিছুদিন আগ পর্যন্তও জেলে সমাজ বলতে আমাদের চোখে ভাসতো নিঃগৃহীত একদল মানুষ যারা কিনা জীবন বাজি রেখে সাগর নদী থেকে মাছ সংগ্রহ করেন । আর সেসব মাছ ভোক্তাদের হাতে পৌঁছানোর কাজটা করেন একদল অসাধু পাইকার শ্রেনী, যাদের হাতে বলতে গেলে জেলে সমাজ আর ভোক্তা শ্রেণী জিম্মি। মাছের উচ্চমূল্য বা ফরমালিন এগুলো যেন ছিল নিত্যদিনের ব্যাপার। কিন্তু চিরাচরিত এসব কিছু আস্তে আস্তে বদলে দিচ্ছেন একজন নারী উদ্যোক্তা । চলুন শুনি তার গল্প ……

“ইলিশ আপু” নামে পরিচিত খুলনার মেয়ে জেরিন হান্নান । বর্তমানে কাজ করছেন চাঁদপুরের ইলিশ সহ নদীর সব ধরনের ছোট বড় মাছ নিয়ে । ব্যবসায় প্রশাসনে পড়াশোনা শেষ করার পর প্রাতিষ্ঠানিক শিক্ষা কে বাস্তবে কাজে লাগানোর স্বপ্ন দেখতেন । কিন্তু সংসার, চাকুরী, বাচ্চাকাচ্চা সামলিয়ে যেন নিজের স্বপ্ন থেকে দুরে সরে যাচ্ছিলেন। এরইমধ্যে উনার হাজব্যান্ডের চাকুরী সূত্রে চলে গেলেন চাঁদপুরে। বিশাল পদ্মা- মেঘনার হাজার হাজার জেলে, লক্ষ লক্ষ টন ইলিশ আহরন, আড়ত গুলোর নিলামের হাঁকডাক, ট্রাকে করে সেসব মাছ সারা দেশে যাওয়া এসব কিছু দেখে যেন জেরিন হান্নানের সুপ্ত স্বপ্ন গুলো নতুন পথ দেখতে থাকে ….

দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের পদচারণা থাকলেও কেন মৎস্য সেক্টরে কোন নারী কে সেভাবে কাজ করতে দেখা যায়নি তার কারন টা ও উনি চিন্তা করে বের করে ফেললেন ।
১. অত্যধিক পচনশীল।
২. ঝামেলাপূর্ণ ডেলিভারী সিস্টেম ।

আর এ ঝুঁকিপূর্ণ কাজটাকেই ইনি চ্যালেন্জ হিসেবে গ্রহন করলেন । চলতি বছরের ১ লা জুন “মাছের হাট বাজার” নামে একটি ফেইসবুক পেইজ চালু করলেন। বেশকিছু জেলেদের সাথে চুক্তি, আড়তদারদের সাথে কথা বলা, ট্রান্সপোর্ট ঠিকঠাক করা, কর্মচারী নিয়োগ এমন কি নিজের প্রতিষ্ঠানের নামে একটি ট্রেড লাইসেন্সও নিয়ে ফেললেন। সব প্রস্তুতি সম্পন্ন করে জুনের ১০ তারিখে জয়েন করেন উই গ্রুপে … তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি জেরিন হান্নান কে। জুনের ১১ তারিখ থেকে আজ পর্যন্ত উনার সেল প্রায় ২৭ লক্ষ টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি যে উনি আশা করছেন অক্টোবর নাগাদ উনার সেল ৩০ লক্ষ ছাড়াবে, ইনশাল্লাহ ।

এখন পর্যন্ত ঢাকা- খুলনা চিচাগং এবং সিলেটে হোম ডেলিভারী সহ সর্বমোট ৩১ টি জেলা শহরে চাঁদপুর থেকে টাটকা মাছ ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছেন। উনার বর্তমান ক্রেতার সংখ্যা ৩৫০ এর ও বেশি । যারা উনাকে ভালোবেসে নাম দিয়েছেন ইলিশ আপু।

অনেক অনেক অভিনন্দন জেরিন হান্নান কে। যিনি কিনা ফরমালিনমুক্ত তাজা মাছ ভোক্তাদের কাছে পৌঁছানো থেকে শুরু করে সকল নারী উদোক্তাদের জন্য নতুন এক মাইলফলকের সূচনা করলেন । একজন অগ্রদূত হিসেবে আপনি আর আপনার কাজ প্রশংসনীয় হবে সবসময় ।

উল্লেখ্য দেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক উদ্যাক্তাদের প্লাটফর্ম Women and e- commerce (WE) । গতকালকে ১ মিলিয়ন মেম্বার হওয়ায় উই এর প্রধান দুই কর্ণধার রাজীব আহমেদনাসিমা আক্তার নিশা সহ সকল উদোক্তা ভাইবোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আশারাখি এভাবেই উই এর হাত ধরে তৈরী হওয়া এমন অগ্রদূত দের ভুমিকায় বদলে যাবে আমাদের চিরাচরিত সকল চিন্তা চেতনা আর আমরা পাব সোনার বাংলাদেশ।

রিপোর্টঃ ফারহানা ববি, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক, দৈনিক প্রত্যয়।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..