বিশেষ সংবাদদাতা,কলকাতা:
করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রবিবার নিজেদের বাড়িতেই প্রতীকী অবস্থান করে প্রতিবাদ জানালেন বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ, দলের সর্বভারতীয় নেতা রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, সুব্রত চট্টোপাধ্যায়, কলকাতার বিভিন্ন জায়গায় দলের নেতা–নেত্রীরা প্রতীকী অবস্থানে বসেন।
বিজেপি বাংলার তরফে টুইট করে যে অভিযোগগুলির জন্য এই অবস্থান বলে জানানো হয়েছে, সেগুলি হল করোনা নিয়ে সরকার প্রকৃত তথ্য গোপন করছে, গরিব মানুষের কাছে রেশন বণ্টনে পুরোপুরি ব্যর্থ তারা, রেশন নিয়ে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে শাসক দল, ত্রাণ বিলির ক্ষেত্রে বিজেপি নেতা–নেত্রীদের বাধা দিচ্ছে প্রশাসন, রাজ্যের সর্বত্র শাসক দলের কর্মীদের সঙ্গে পুলিশও বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে প্রভৃতি। এদিন প্রতীকী প্রতিবাদ করে দিলীপ ঘোষ অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে নিজেই লকডাউন ভাঙছেন। তাঁর অন্য নেতানেত্রীরাও সবসময় রাস্তায় থাকছেন। তাই সাধারণ মানুষও লকডাউনটাকে হালকা ভাবেই নিচ্ছে।’ রাহুল সিনহার অভিযোগ, ‘করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকার ছেলেখেলা করছে। মানুষকে সচেতন করার নামে পথে নেমে মুখ্যমন্ত্রী কার্যত নির্বাচনী প্রচার করছেন।’
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্যের তৈরি অডিট কমিটির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘কী উদ্দেশ্যে এই কমিটি তৈরি করা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের তদন্ত করে দেখা উচিত। তাদের কাজ দেখে মনে হচ্ছে, প্রকৃত তথ্য গোপন করার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে। তথ্য জানার অধিকার রয়েছে সাধারণ মানুষের। সেই অধিকারই লঙ্ঘন করা হচ্ছে এখন।’