বিশেষ সংবাদদাতা,কলকাতা:
এবার কলকাতার সাংবাদিকদের করোনা পরীক্ষা হবে। কলকাতা প্রেস ক্লাব সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের বিভিন্ন হাসপাতাল–সহ করোনা সংবেদী অঞ্চলেও যেতে হয়। সেইজন্য তাঁদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা, তা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবাংলা সরকার ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন দুপুরে ১৫ জন করে সাংবাদিকের লালারস সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য। ২–৩ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক করোনা সংক্রমিত হন। ওই ঘটনা সারা ভারতে সাংবাদিক মহলে শোরগোল ফেলে দেয়।
বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের করোনা পরীক্ষাকরার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা প্রেস ক্লাবও এবার সেই পথে হাঁটল। খুশি সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছে রাজ্য সরকার ও প্রেস ক্লাবের এই উদ্যোগকে।