বিশেষ সংবাদদাতা,কলকাতা:বাংলার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা সংক্রমিত। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষা হলে সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। কোনও ঝুঁকি না নিয়ে মঙ্গলবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
১ অক্টোবর তিনি শেষ শুটিং করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ সিনেমায়। ওইদিন তিনি ভারত লক্ষ্মী স্টুডিওতে অনেকক্ষণ শুটিং করেছিলেন। কিন্তু বাড়ি ফিরে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তার কয়েকদিন পর তাঁর জ্বর আসে। দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার বিকেলে তাঁর করোনা ধরা পড়লে মঙ্গলবার বেলা ১১ নাগাদ তাঁকে বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার তাঁর জীবন নিয়ে তৈরি একটি কাহিনিচিত্রে অভিনয় করার কথা ছিল। আপাতত সেই শুটিং স্থগিত রাখা হয়েছে।
জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সিওপিডি–তে আক্রান্ত। আর এটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে একটি বিশেষ মেডিক্যাল টিম। গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সেইজন্য বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তিও ছিলেন। চিকিৎসকদের বক্তব্য, অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মাল্টি অর্গান ডিসফাংশন শুরু হয়েছিল। শ্বাসের সমস্যা তৈরি হয়েছিল। তাঁর বয়স এবং কো–মর্বিডিটির ঝুঁকি নিয়ে আপাতত চিন্তায় রয়েছেন চিকিৎসকদের।
মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে পাওয়া শেষ খবর থেকে জানা গিয়েছে, অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অধীনেই ভর্তি করা হয়েছে। রাতেই তাঁর মেয়ে পৌলোমী চট্টোপাধ্যায় বলেছেন, ‘বাবা এখন একটু ভালো আছেন। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ খুব একটা কমে যায়নি।’ বাংলা–সহ সারা ভারত থেকেই বিভিন্ন প্রেক্ষিতের বিশিষ্ট মানুষজন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন।