রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি ঐতিহ্যবাহী রির্জাভ বাজার জামে মসজিদের খতিবের জানাযা সম্পন্ন হয়েছে । শনিবার জোহর নামাজের পর বীর শ্রেষ্ট্র মুন্সি আবদুর ষ্টেডিয়ামে (পুরাতন কোর্ট বিল্ডিং )মাাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । গতকাল শুক্রবার সাড়ে ৭টায় চট্টগ্রাম বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন হাফেজ কারী মাওলানা নজরুল ইসলাম নঈমী । ঢাকা ,চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লী নামাজে জানাযায় অংশগ্রহন করে।
এই সময় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম সভাপতি আব্দুল মতিন রাঙামাটি রিজার্ভ বাজার মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক হাজী মুছা মাতব্বর , বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জমান মহসিন রানা বলেন ৪১ বছর ধরে খতিব হাফেজ কারী নজরুল ইসলাম নঈমী দক্ষতার সাথে মসজিদের ঈমামের দায়িত্ব পালন করেন ।
প্রেস ক্লাবে সাবেক সভাপতি সুনীল কান্তি দে বলেন,ঈমাম সাহেব দীর্ঘদিন আমার দেখা কোন দিন চা দোকানে বসতে দেখেনি। পাশাপাশি রাঙামাটি সিনিয়ার মাদ্রাসায় অধ্যক্ষ দায়িত্ব পালন কালে আসা-যাওয়া কারো মটর বাইকে উঠতে দেখি নাই। সিএনজি করে আসা-যাওয়া ও সকলে শ্রদ্ধা করতো ।
রিপোর্ট:চৌধুরী হারুনুর রশীদ।