বিশেষ সংবাদদাতা,কলকাতা:দুর্গাপুজো বিতর্ক অব্যাহত এখনও। হাইকোর্টের নির্দেশের পর কলকাতা–সহ পশ্চিমবাংলার বড় বড় পুজোগুলির কর্তারা বিমর্ষ। এত সাজসজ্জা, এত আয়োজন যদি মানুষই নিজের চোখে না দেখে, তা হলে এই ক্লান্তিহীন পরিশ্রমে লাভ কী? যদিও ইতিমধ্যে কলকাতার পথঘাট সেজে উঠেছে আলোকমালায়। অন্ধকার দূর করে যেন জেগে উঠতে চাইছে ইট, কাঠ, পাথরের শহর। তবু কোথায় যেন তার কেটে দিয়েছে করোনা। তারই মধ্যে চতুর্থীতে কলকাতার বেহালায় নিজের পাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রতিবারই তিনি কলকাতা–সহ গোটা রাজ্যে বেশ কিছু পুজোর উদ্বোধন করেন। করোনা আবহে এবার আর সে পথে যাননি। কিন্তু নিজের পাড়া, অর্থাৎ বেহালা চৌরাস্তা প্লেয়ার্স কর্নারের অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার সন্ধ্যায় এখানকার দুর্গাপুজোর উদ্বোধন করলেন নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে। তবে করোনা পরিস্থিতির কথা ভেবে বেশ কড়াকড়ি হয়েছিল নিয়মে। পুজো মণ্ডপের ধারেকাছে খুব বেশি লোক সমাগম হতে দেওয়া হয়নি। উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন মাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েও যথেষ্ট সতর্ক ছিলেন সৌরভ। উদ্বোধনের পর সকলের প্রতি নিজের ভালবাসা জানিয়ে তিনি করোনা পরিস্থিতিতে উৎসবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দেন। জানিয়ে দেন, এবার পুজোয় তিনি বাড়িতেই থাকবেন। পরিবারের সকলের সঙ্গে পুজো কাটাবেন।
এদিন সৌরভ বলেন, ‘আমার বিশেষ অনুরোধ, পুজোয় উৎসব পালন করুন বাড়িতেই। সেখানেই আনন্দ করুন। খাওয়াদাওয়া করুন। পরিবারের সকলের সঙ্গে আড্ডা দিন। স্বাস্থ্য নিয়ে কোনও রকম ঝুঁকি নেবেন না। দুর্গাপুজো আগামী বছরও আসবে। সেই সময় করোনা মুক্ত পরিবেশে আমরা বেশি আনন্দ করার সুযোগ পাব। মন খুলে অনেক আনন্দ করতে পারব তখন। সবাই মিলে অংশ নেব সেই উৎসব–আনন্দে।’ তবে দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। প্রায় একই কথা শোনা গিয়েছে মুম্বইয়ের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের গলায়ও। তাঁর মুম্বইয়ের বাড়িতে প্রতি বছরই জাঁকজমক করে দুর্গাপুজো হয়। এবার করোনার জন্য সেই পুজো স্থগিত করে দেওয়া হয়েছে। পরিবর্তে নিয়ম রক্ষার্থে ঘট পুজো করা হবে। তবে তিনি জানিয়েছেন, ‘আসছে বছর আবার হবে। খুব খুব আনন্দ করে দুর্গাপুজো করব আমরা।’
অন্যদিকে, এদিন কলকাতার পুজো কমিটিগুলির সম্মিলিত সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব কমিটি’ হাইকোর্টের দ্বারস্থ হল। পুজোমণ্ডপে দর্শকের প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে কলকাতা হাইকোর্টের সোমবার যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে তারা আবেদন করে। ফোরামের পক্ষে সেই আবেদন করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্ট প্রথমে এই মামলা গ্রহণ করতে অস্বীকার করে। তবে পরে সেই আইনজীবীকে আবেদন করতে অনুমতি দেয়। কিন্তু মঙ্গলবার এই মামলার কোনও শুনানি হয়নি। আদালত জানিয়ে দেয়, মামলা দায়েরের পর সব পক্ষকে নোটিস দিতে হবে। যদি সব পক্ষ নোটিস পেয়ে যায়, তা হলে মামলার শুনানি হবে বুধবার।
উল্লেখ্য, বুধবার পঞ্চমী। পরদিন মহাষষ্ঠী। অর্থাৎ, বৃহস্পতিবারই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। তার মানে এই মামলা নিয়ে যা হওয়ার, তা হতে হবে বুধবারের মধ্যেই। যদি না হয় এবং যদি ডিভিশন বেঞ্চ আগের রায়ে স্থগিতাদেশ না দেয়, তা হলে দুর্গাপুজো নিয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে, তা–ই বহাল থাকবে বলে ধারণা আইন বিশেষজ্ঞদের।