নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে এক বিকাশের দোকান থেকে ভুলবশত ২৫০০ টাকার জায়গায় জনি নামক এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকা চলে যায়। পরবর্তীতে বনানী থানা পুলিশের সহযোগিতায় ভুলে চলে যাওয়া টাকা ফেরত পেলেন দোকানদার।
গত ১৫ অক্টোবর মহাখালী পুরাতন বাজারে এফএম ইলেকট্রনিক্স নামে একটি বিকাশের দোকান থেকে দোকানদার ভুল করে একটি নাম্বারে দুই হাজার পাঁচশত টাকার জায়গায় পঁচিশ হাজার টাকা পাঠান।
দোকানদার প্রাথমিক প্রচেষ্টায় ভুল করে পাঠানো টাকা ফেরত না পেয়ে গত ১৬ অক্টোবর, বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির পরিপ্রেক্ষিতে বনানী থানার এসআই মাহফুজের সহযোগিতায় দোকানদার তার টাকা ফেরত পান।
টাকা ফেরত পেয়ে বনানী থানা ও এসআই মাহফুজের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দোকানদার।
এসআই মাহফুজ বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের বিপদে বা যেকোনো সমস্যায় তার পাশে দাঁড়াবে এটা তার দায়িত্ব। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র।
তিনি আরো বলেন, পুলিশকে ভয় না পেয়ে যেকোনো সমস্যায় পুলিশকে জানান। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশে সহযোগিতা নিন। পুলিশ অবশ্যই আপনার সমস্যা সমাধানে বদ্ধপরিকর।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..