নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
শুক্রবার রাত থেকে শুরু হয় এই অভিযান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বাসায় অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র্যাব জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এ অভিযান। ছয় তলা ভবনের একটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ টাকা, ডলার, মদ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এখন ভবনের প্রতিটি ফ্লোরে চলছে অভিযান।
এছাড়াও রাতে ভাটারায় গোল্ডেন মনিরের গাড়ির শো রুম ও অটো কার সিলেকশনেও চালানো হয় অভিযান। গাড়ির শো রুমে বৈধ কাগজপত্র ছাড়া বেশ কয়েকটি গাড়ি পাওয়া গেছে। এছাড়াও শুল্ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সিল উদ্ধার করা হয়েছে।
র্যাব আরো জানায়, দুজন সংসদ সদস্যদের নামে আনা শুল্ক মুক্ত দুটি গাড়িও গোল্ডেন মনির ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের।
গোল্ডেন মনির এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ডের কমিশনার আব্দুল কাইয়ুমের সহযোগী ছিলেন গোল্ডেন মনির।