ঝর্ণার পানিতে ডুবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার পর্যটনকেন্দ্র রিছাং ঝর্ণার গভীর পানির কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা- ঝর্ণায় ঘুরতে গিয়ে পা পিছলে গভীর পানির কূপে পড়ে তারা আর উঠে আসতে পারেনি।
মৃতরা হলেন- জবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হলেন অপু চন্দ্র দাস ও তার বন্ধু প্রিতম দেব নাথ। অপু লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দেবব্রত চন্দ্র দাস। আর প্রিতম খাগড়াছড়ি সদর উপজেলার দুলাল দেব নাথের ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দিকে খাগড়াছড়ি থেকে দুই বন্ধু রিছাং ঝর্ণায় ঘুরতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানির কূপে পড়ে যান তারা। কূপের পাশে শুকনো জায়গায় তাদের মোবাইল, মানিব্যাগ, জুতা ও ব্যাগ রাখা ছিল। পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় নিয়ে আসে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল দেখে মনে হয়েছে- তারা কেউই সাঁতার জানতেন না। ঘটনাস্থলের আশপাশেও অপরাধমূলক কোনো ক্লু চোখে পড়েনি। বিষয়টি তাদের পরিবারকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
জবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ বলেন, বিষয়টি দুঃখজনক। বিভাগের মেধাবী শিক্ষার্থীর অকালমৃত্যুতে আমরা শোকাহত। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ঘটনা জানার পরই মাটিরাঙ্গা ও লক্ষ্মীপুর থানার ওসির সাথে বলেছি। ওই শিক্ষার্থীর মা অসুস্থ। আমরা তার পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য এক শিক্ষার্থী সেখানে আছে। বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।