করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ৫০তম বর্ষপূর্তি উদযাপন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো আয়োজিত স্মৃতিচারণমূলক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘৫০তম বর্ষপূর্তিতে প্রাক্তন উপাচার্য ও শিক্ষকদের পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশেষ অবদান রাখবে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা রাখতে হবে। পরিস্থিতি ভালোর দিকে গেলে ক্যাম্পাসে গৌরবময় ৫০তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করবো।’
এ সময় বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সমাবর্তন আয়োজনেরও কথা জানান তিনি।
অনুষ্ঠানে জাবির সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শুভেচ্ছা বার্তা প্রচার করা হয়। বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের প্রত্নতত্ত্ব, নাট্যতত্ত্ব এবং নৃবিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শকের কাজ করেছে। দেশের ইতিহাসে প্রথম নারী উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে এমন বহু মাইলফলক রয়েছে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে এ বিশ্ববিদ্যালয় যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, করোনার কারণে এবার ছোট পরিসরে ভার্চুয়াল কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। ১২ জানুয়ারি বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। পরে শহীদ মিনারের পাশে গাছের চারা রোপণ করা হয়।
এরপর সাবেক উপাচার্য ও শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা সভা হয়। এতে বক্তারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।