সরকার রাজীব, নিজস্ব প্রতিবেদকঃ আলোর স্বল্পতায় সন্ধা হতেই চারিদিকে ঘুঁটঘুঁটে অন্ধকার। রাস্তার পাশে অনেকগুলো কুকুর বসে থাকে। একা পথ চলতে গাঁ ছমছম করে উঠে। রাত বাড়তেই এর তীব্রতা আরো বাড়ে। মনে হয় কোন ভুঁতুড়ে নগরীতে পথ চলছি। তবে এটি কোন অজোপাড়া গাঁয়ের ঘটনা নয়।
ঢাকা উওর সিটি কর্পোরেশন এলাকার ২০নং ওয়ার্ডের মহাখালী ওয়্যারলেস গেইট টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তা ও টিএন্ডটি মাঠ সংলগ্ন রাস্তায় জনচলাচলে এমন ভীতিকর পরিস্থিতি। শ্রুতি রয়েছে এ রাস্তায় সন্ধ্যার পরে বাসায় ফিরতে অনেকেই ছিনতাইকারীর কবলে পড়েছেন। হারিয়েছেন সর্বোস্ব। এলাকাবাসী বিভিন্ন সময় এখানকার জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি।
সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা মিললো। আদতে জনবহুল এলাকা হলেও সন্ধ্যা নামতেই পুরো এলাকা ভূতুরে নগরীতে পরিণত হয়। রাস্তায় সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ল্যাম্পপোষ্ট না থাকায় আলোর স্বল্পতা রয়েছে। দু’তিনটি ল্যাম্পপোস্ট থাকলেও, তাতে বাতি নেই। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেলো সন্ধ্যার পর ভয় নিয়েই বাড়ি ফেরেন তারা।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, অন্ধকারের সুবিধা নিয়ে মাদকব্যবসায়ীরা তাদের লেনদেনের নিরাপদ স্থান হিসেবে এই রাস্তাকে বেঁছে নেন সন্ধ্যার পর। নানা অচেনা মানুষের আগমন ঘটতে থাকে সন্ধ্যার পর। সাধারন মানুষকে পথ চলতে হয় নিরাপওাহীনতায়। মাদকব্যবসায়ীরা শক্তিশালী হওয়ায় তাঁরা এলাকার কোন মানুষের কথা কানে তোলেননা। উল্টো হুমকি-ধামকি দেন। ধরাকে সরাজ্ঞান মনে করেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর মাদকব্যবসায়ীদের অভয়ারণ্য হয়ে ওঠে রাস্তাটি।
এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, সিটি কর্পোরেশনের যাবতীয় কর তারা নিয়মিত প্রদান করেন। কিছুদিন আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে। অথচ সামান্য বাতির অভাবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের চলাচলের সুবিধার্থে এ রাস্তায় অতি দ্রুত আলোর ব্যবস্থা করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর।