বিশেষ সংবাদদাতা:
করোনা পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে কলকাতায়। তাই প্রশাসন আরও কড়া পদক্ষেপ করতে শুরু করল শহরের বিভিন্ন জায়গায়। এবার বন্ধ করে দেওয়া হল কলকাতার বিখ্যাত পোস্তা বাজারের একটি অংশ। জানা গিয়েছে, গত কয়েকদিনে এই অঞ্চলে করোনা সংক্রমণ বেশ বেড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলের হাঁসপুকুর লেন, কটন স্ট্রিট–সহ বেশ কিছু রাস্তা অতিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে। এই অঞ্চলগুলিতে মৃত্যুও হয়েছে কয়েকজনের। তাই পুলিশ ও প্রশাসন এই অঞ্চল নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না। এই বাজার এলাকার বেশ কয়েকটি অংশ বৃহস্পতিবার সিল করে দেয় পুলিশ। এই এলাকাগুলি ১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।
বড়বাজার এবং মধ্য কলকাতায়ও করোনা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন কলকাতা পুরসভাও। এই এলাকাগুলিতে বেশ কয়েকজন কোভিড আক্রান্ত বলে জানা গিয়েছে। তাই এ বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিল কলকাতা পুরসভাও। বৃহস্পতিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বাইরে থেকে অনেক বড় বড় গাড়ি আসে বড়বাজার মার্কেটে। ফলে সেইসব গাড়ির ড্রাইভার, খালাসি মারফত এখানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বড়বাজার মার্কেটকে কলকাতার বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে।’ জানা গিয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশ ইতিমধ্যে বড়বাজার মার্কেটের জন্য কলকাতার মূল শহরের বাইরে জায়গা খোঁজা শুরু করে দিয়েছে।